ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১২:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলা গ্রামের মান্দার আলীর ছেলে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার ওরফে ভেটে আক্তার (৩৯), আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের মরহুম বাদল প্রামানিকের ছেলে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল আলী (৩৭) ,জীবননগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের  আবুছার মন্ডলের ছেলে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের  ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি(৫০), দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর মসজিদ পাড়ার  মরহুম নুরুল ইসলামের ছেলে সাবেক কাউন্সিলর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক বিল্লাল হোসেন(৩২) ও একই থানার দোস্ত গ্রামের  আব্দুস কুদ্দুসের ছেলে নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আলি আকবর(৩৭)।

তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারা সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা। এদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
এ নিয়ে গত ৫ দিনে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।

নুসরাত

×