
ফরিদপুরের নগরকান্দায় বিয়ের বরযাত্রী বাহী একটি বাস উল্টে ২৫ জন আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়া বরযাত্রীবাহী বাসটি নগরকান্দার ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে বাসটি কোথা থেকে আসছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
আফরোজা