ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ঢাকা বিভাগীয় প্রতিনিধিদের মতবিনিময়

মো.কবির হোসেন (রাজবাড়ী)

প্রকাশিত: ২২:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ঢাকা বিভাগীয় প্রতিনিধিদের মতবিনিময়

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী জেলার বিপ্লবীদের সাথে ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় প্রতিনিধি শ্যামলী সুলতানা জেদনীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা বিভাগীয় প্রতিনিধি মেহেরাব সিফাত, সহ-সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় প্রতিনিধি আবদুল্লাহ সালেহীন অয়ন এবং সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র।

পবিত্র কোরআন তিলাওয়াতের পর আলোচনা শুরু হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আলোচনা সভা দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে ঢাকা বিভাগীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং দ্বিতীয় ভাগে রাজবাড়ীর আন্দোলনকারীরা স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের পাশাপাশি বর্তমান রাজবাড়ীর সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সাংগঠনিকভাবে সবাই কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে তা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় শ্যামলী সুলতানা জেদনী বলেন, “রাজবাড়ীর পাঁচটি উপজেলার আন্দোলনকারী ছাত্রদের সাথে কথা বলার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। ফ্যাসিস্ট সরকার দেশত্যাগের পর রাজবাড়ীর কী কী সমস্যা রয়েছে, সেগুলো শুনব এবং কিভাবে সমাধান করা যায় তা খুঁজে বের করব। আমরা সাংগঠনিকভাবে কীভাবে ঐক্যবদ্ধ হতে পারি, সেটাই আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য। দেশের কোথাও যেন বৈষম্য না থাকে, সে বিষয়টি নিয়েও আমরা কাজ করব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মধ্যে শিক্ষার্থী হাসিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, মিরাজুল মাজিদ তূর্যসহ অন্যান্যরা রাজবাড়ীর সমস্যা ও উন্নয়নের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং বক্তব্য রাখেন।

এম.কে.

×