ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ডিবি পুলিশের অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা।

প্রকাশিত: ২০:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ডিবি পুলিশের অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের ৩ সদস্য আটক

ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেটের একটি প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী আফরান শুভ (২২), আনসার সদস্য মোঃ হারুন অর রশিদ (৪৩) এবং গাড়ী চালক মোঃ বাবুল হাওলাদার (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সকলেই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে  প্রেস ব্রিফিং সাংবাদিকদের এতথ্য জানানো হয়। এসময় ভোলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোষ্ট দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য গোয়েন্দা  পুলিশকে নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটের  প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।    

এসময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয় পত্র, জরিমানা আদায়ের রেজিস্ট্রার,বাজার মনিটরিং অনুমতি পত্রসহ প্রতারনার কাজে ব্যবহৃত  একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃতরা সাধারন মানুষের কাছ থেকে অভিযান পরিচালনার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেন। গ্রেপ্তারকৃত প্রতারক চক্রটির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান। 

রিফাত

×