ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শবে বরাতের রাতে বিশ্ব ইজতেমায় ইবাদত বন্দেগিতে মশগুল লাখো মুসল্লী 

মোস্তাফিজুর রহমান টিটু, নূরুল ইসলাম,টঙ্গী,গাজীপুর

প্রকাশিত: ১৯:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শবে বরাতের রাতে বিশ্ব ইজতেমায় ইবাদত বন্দেগিতে মশগুল লাখো মুসল্লী 

ছবিঃ টঙ্গীর বিশ্ব ইজতেমা

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী মুসল্লীদের সাথে লাখো ধর্মপ্রাণ মানুষ জিকির আশকার ইবাদত বন্দেগির আমলে ভাগ্যবান রজনী শবে বরাতের রাত পার করছেন। তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের ইতিহাসে এবারই প্রথম আজ শুক্রবার দিবগত রাতে শবে বরাতের রজনী হওয়ায় মুসল্লীরা ব্যাপক আনন্দিত উৎফু্লিত।

ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লীরা মনে করছেন, লাখো মানুষের সাথে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগি করে কাটিয়ে দিতে পারা নিজের গুনাহ খাতা মাফ এবং ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। এমন বিশ্বাসে আজ রাতে শত হাজার মানুষ টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থান করে ইবাদত বন্দেগিতে সারারাত কাটিয়ে দেবেন।

 

শুক্রবার বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা শেষে শুক্রবার থেকে লাখ লাখ সাদ অনুসারী মুসল্লী এতে যোগ দিয়েছেন।  তাবলীগ জামাতের ৫৮ তম বিশ্ব ইজতেমা শুক্রবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতিতে টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হয়েছে।

 

গত ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে বিবদমান দুই গ্রুপে হামলা সংঘর্ষে ৪ মুসল্লী নিহত ও শতাধিক আহতের ঘটনার ভয় আর শংকা কাটিয়ে তবলীগ অনুসারী মুসল্লীরা ইজতেমায় দলে দলে যোগ দিতে শুরু করেছেন। আল্লাহর সন্তুষ্টি, দুনিয়া ও আখেরাতে শান্তি লাভের আশায় মানুষ দুনিয়াবি সমস্ত লোভলালসা ত্যাগ করে ছুটে আসছেন আল্লাহ রাসুলের দেখানো পথে চলতে। ইসলামের দ্বীনি শিক্ষায় হাতে কলমে শিক্ষা নিয়ে পূতপবিত্র জীবন গড়তে।

 

সাদপন্থীদের আয়োজনে অনুষ্ঠিতব্য টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এক প্রেসব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে বিশ্ব ইজতেমা ময়দানে হামলা হতে পারে। আমরা এই হুমকিকে উড়িয়ে দিচ্ছি না। ইজতেমায় লোক সমাগম কম করানোর জন্য কেউ গুজব ছড়িয়ে থাকতে পারে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার আরো বলেন, সাদপন্থীদের ইজতেমা শুরুর সাথে আজ পবিত্র শবেবরাতও। এ দুটি কারণে ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিরা বেশি আসবেন। সেটা ভেবেই আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি উল্লেখ করে তিনি বলেন, আমরা রাস্তাগুলো খালি রাখতে চাই। কোনো ঘটনা ঘটলে আমরা যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি সেজন্য আমাদের সব ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি আছে।তবে তিনি কোনো ঘটনা ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ভয় না পাওয়ার আহ্বান জানান।

আজ শুক্রবার ইজতেমা ময়দানে উপমহাদেশের বৃহত্তম জুমা নামাজ অনুষ্ঠিত হয়। জুমা নামাজে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। সাদপন্থীদের বিশ্ব ইজতেমার শুক্রবার জুমা নামাজে ইমামতি করেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা সাদ বিন ইউসুফ। 

 

ঢাকার জিরো পয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর পূর্ব তীরে এই বিশ্ব ইজতেমার আয়োজন। তাবলীগ জামাতের বিবদমান শুরায়ে নেজাম ৩১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে টানা ৬ দিন ও সাদ গ্রুপ ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ইজতেমা অনুষ্ঠান করছে। ইজতেমার বিশেষ আকর্ষণ যৌতুক বিহীন। এই বিয়ের আসর বসবে কাল শনিবার বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের কাছে

 

বিশ্ব ইজতেমা মাঠে শুরায়ে নেজাম, সাদপন্হীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর ভোররাতে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ মুসল্লী নিহত ও শতাধিক আহতদের ঘটনায় সাধারণ তাবলীগ অনুসারী মুসল্লীদের মাঝে এখনও আতংক বিরাজ করলেও সব ভয় আতংক দূর করে দলে দলে সাদপন্থী মুসল্লীরা ইজতেমা ময়দানে ছুটে আসা অব্যাহত রয়েছে।

 

এদিকে সাদপন্থীদের অন্যতম মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জনকণ্ঠকে জানান, শ্বাসকষ্ট জনিত কারনে রাতে দিদার দফাদার (৫৫) নামে এক মুসল্লী মারা গেছেন। তার বাবার নাম তৈয়ব আলী। বাড়ি খুলনা জেলার লবনচড়ার বাঙালগলি গ্রামে।

আফরোজা

×