ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান "ডেভিল হান্ট"-এর মাধ্যমে আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন— রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোত্তালেব হোসেন, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া, মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী রায়হানুল ইয়ামিন এবং রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার ভিন্নজগত এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ মোত্তালেব হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। একই রাতে পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে এবং মিঠাপুকুরের বড় মির্জাপুর গ্রাম থেকে আওয়ামী লীগ কর্মী রায়হানুল ইয়ামিনকে আটক করা হয়।

শুক্রবার ভোররাতে রংপুর মহানগরীর কলেজ রোড লালবাগ এলাকা থেকে জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মারপিট, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতে হাজির করা হয় এবং পরবর্তীতে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, "ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।"

এম.কে.

×