ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক আটক

নিজস্ব সংবাদদাতা, শিবালয়

প্রকাশিত: ০২:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক আটক

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অক্সফোর্ড একাডেমির এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় পুলিশের হাতে আটক শিক্ষক গোবিন্দ চন্দ্র শীল পার্শ্ববর্তী ঘিওর উপজেলার করোটিয়া এলাকার শ্যামল চন্দ্রের ছেলে। সে স্থানীয় অক্সফোর্ড একাডেমির ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জনকন্ঠকে বলেন, গতকাল বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলা থেকে নামার পথে সিঁড়িতে গোবিন্দ স্যার পিছন থেকে আমাকে জাপটে ধরে। এসময় সে আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর  জায়গায় হাত দিয়ে কু-প্রস্তাব দেন। অনেক চেষ্টা করে তার কাছ থেকে ছুটে দৌড়ে পালাই। ঘটনাটি তাৎক্ষণিক সহপাঠীদের জানাই। পরে হেড স্যারের কাছে বিষয়টি জানাতে তার রুমে যাই। তিনিসহ  স্যারেরা বাসায় এ ঘটনা না জানানোর অনুরোধ করে। সেখানে উপস্থিত অন্য স্যারেরা আমাকে উল্টো নানা কটু কথা শুনান।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান,  আমার মেয়ের সাথে যে ব্যবহার  শিক্ষকরা করেছে তার কঠিন বিচার চাই। অন্যায়কে বাঁচানোর জন্য অন্য শিক্ষকরা যা করেছে! কারা অপরাধী? এদের কাউকে ছাড় দেয়া হবেনা। তারদেরকেও  গ্রেফতারের দাবি করেন তিনি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম. আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা প্রধান শিক্ষকসহ ৫ শিক্ষকের বিরুদ্ধে যৌন-পীড়ন ও সহায়তার অভিযোগ করেন। আমরা ঘটনার মূল আসামিকে আটক করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

শহীদুল ইসলাম/মো. মহিউদ্দিন

×