আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে বাউফল উপজেলা অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ২০২৫ সেশন সম্মেলনে এ মন্তব্য করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়ম মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
মুফতি সৈয়ম মুহাম্মাদ রেজাউল করিম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমায় যাওয়ার জন্যই রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের কল্যানের জন্য রাজনীতি করে। তার বাস্তবতা হলে ১৯৮৭ সালের পর থেকে অদ্যবদি পর্যন্ত আমাদের একজন এমপিও সংসদে যায় নাই।’
এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে প্রশ্ন করে বলেন, এর অর্থ কি? আমাদের সংগঠন দূর্বল নাকি? আমরা কখনোই চাই নাই যে, আমরা ওদের দ্বারা ব্যাবহৃত হই। আমরা কখনোই চাই নাই যে, আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে, আমাদেরকে পরগাছা বানিয়ে, আমাদের সুযোগ নিয়ে ওরা মসনদে বসে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে। মায়ের কোল খালি করবে, দেশের টাকা পাচার করবে এবং মানুষ রাত্রে ঘরে সুন্দরমতো ঘুমাতে পারবে না। রাস্তায় নামলে গুম হবে, ঘরে থাকলে খুন হবে -এর পরিবর্তণ করতে হবে। ইসলামী অন্দোলন কখনোই বাংলাদেশ যারা পরিচালনা করেছে তাদের লেজুর ভিত্তি হয় নাই। তাদের থোকায় ইসলামী অন্দোলন পড়ে নাই।
এ সময় তিনি সবাইকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে, মানবতার কল্যানের পক্ষে কাজ করার আহ্বান জানান ও আল্লাহ তায়ালা সবাইকে এক হয়ে কাজ করা তৌফিক দেন এই কামনা করেন।
সম্মেলনে এইচ এম নুরুল আলমের সভাপতিত্বে জেলা, উপজেলা ও কেন্দ্রিয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মুফতি মুহাম্মদ আবুবকর সিদ্দিক, হাফেজ মাওলানা মুহাম্মদ আলী হাসান রুহানী, কাজী মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মো. নজরুল ইসলাম জিহাদী, প্রমুখ উপস্থি ছিলেন।সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ২০২৫ সেশনের জন্য এইচ এম নুরুল আমিন সভাপতি ও ডা. হুমায়ুন কবির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
এর আগে একই অডিটরিয়ামে সকাল ১১টার দিকে মো. আবু সালেহ-এর সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় সুরা সদস্য মো. আনোয়ার হোসেন মঞ্জু সভাপতি হিসেবে উপস্থিত থেকে পৃথক এক সমম্মেলনের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ২০২৫ সেশনের জন্য এমদাদউল্লাহ-আল হাদীকে সভাপতি ও মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এরপর রাত ৯টার দিকে পৌর শহরের পাবলিক মাঠে মাওলা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশাল এক মাহফিলে মুফতি সৈয়ম মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ওয়াজ নছিহত পেশ করেন।
আফরোজা