ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

‘অনলাইন’ গ্রুপের এমডি আক্তারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত: ২২:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

‘অনলাইন’ গ্রুপের এমডি আক্তারুজ্জামান গ্রেফতার

ছবি: সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে 'অনলাইন গ্রুপ' এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-২ এর স্টাফ অফিসার (মিডিয়া) খান আসিফ অপু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানার বাবর রোডের একটি বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

খান আসিফ অপু আরও বলেন, তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে বলে জানা গেছে। আটক হওয়ার পর তাকে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

নুসরাত

×