![গলায় ডিম আটকে শিশুর মৃত্যু গলায় ডিম আটকে শিশুর মৃত্যু](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-13-at-94905-PM-2502131551.jpeg)
ছবিঃ সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে মেহজাবিন নামে ২৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের মোহাম্মদউল্যার মেয়ে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা তাকে পরটার সঙ্গে সিদ্ধ ডিম খাওয়াচ্ছিলেন। খাওয়ার একপর্যায়ে ডিমটি শিশুর গলায় আটকে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাছান।
রিফাত