জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার বসতঘর পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপত্তা চেয়ে অন্তর্বতীকালীন সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন।তিনি বলেছেন,সাত দিনের মধ্যে পোড়া ঘরবাড়ি পুনর্গঠন ও বিচার শুরু না হলে একা রাজপথে লড়বেন।
আজ এক সংবাদ সম্মেলনে কাফি তার ক্ষোভ ও আশঙ্কা ব্যক্ত করে বলেন, "আমি জুলাই এবং আগস্টে ফ্রন্ট থেকে আন্দোলন করেছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং ধানমন্ডি ৩২-এ বুলডোজারের উপর উঠে স্লোগান দিয়েছি। আমার মনে হয়, এই আন্দোলনের পরেই আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি।"
তিনি আরো জানান, রাত ১:৪৫ মিনিটে পরিকল্পিতভাবে তার ঘরে আগুন দেওয়া হয়, এবং ধারণা করা হচ্ছে যে, কোনো কেমিক্যাল ব্যবহার করে আগুন লাগানো হয়েছে। কাফি বলেন, "ফায়ার সার্ভিস দ্রুত আসলেও আগুনের কোনো চিহ্ন পায়নি। সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে, তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তারা শুধু ঘরবাড়ি পোড়ায়নি, তারা আমার পরিবারের সদস্যদের জীবনকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দিয়েছিল।" তার বাবা ঘর থেকে বের হতে চাইলেও রশি দিয়ে দরজাগুলো বাঁধা ছিল, পরে তিনি ঘর ভেঙে বের হন।
কাফি তার পরিবারের পাশে থাকার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান, "আজকের এই দুর্ঘটনার পর আমি নিজে বিপদে পড়েছি, এবং আমি জানি, এমন ভয়াবহ পরিস্থিতি আমার সহযোদ্ধাদের জন্যও তৈরি হতে পারে।" তিনি জানান, "আমি পটুয়াখালীতে ডিসি এবং এসপি’র সঙ্গে কথা বলেছি এবং তারা ১০০% প্রস্তুত, তবে সরকারকে সাত দিনের মধ্যে বিচার শুরু করতে হবে।"
তিনি সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "যদি সাত দিনের মধ্যে স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয়, এবং পুনর্গঠন কাজ শুরু না হয়, তাহলে আমি একা রাজপথে লড়ব। আমার তো আর কিছুই নেই, ঘরবাড়ি পুড়ে গেছে, আমার পরিবার বিপদে পড়েছে, কিন্তু আমি একা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করব।"
কাফিদৃঢ় সংকল্প জানিয়ে বলেন, "আমার পাশে থাকবে ছাত্র আন্দোলনের ভাইয়েরা, দেশের বিপ্লবী মানুষ, এবং দেশের সাধারণ জনগণ। আমি বিশ্বাস করি, দেশের জনগণ আমার সঙ্গে থাকবে এবং আমি একা রাজপথে লড়তে প্রস্তুত।"
সূত্র:https://tinyurl.com/ycj7xtve
আফরোজা