![ভারতের ষড়যন্ত্র চলছেই! এবার পাহাড়ে অস্থিরতা ভারতের ষড়যন্ত্র চলছেই! এবার পাহাড়ে অস্থিরতা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-13-at-21519-PM-2502130817.jpg)
ছবিঃ সংগৃহীত
দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র পাহাড়ি সংগঠনগুলো। সীমান্তবর্তী এলাকায় অন্তত ১০টি পয়েন্ট সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে, যেখানে ভাবনাকেন্দ্রের আড়ালে চলছে তৎপরতা। নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা পরিচালিত হচ্ছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম থেকে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর থেকেই আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ১৯৯৭ সালের শান্তিচুক্তির পর সেনা ক্যাম্প প্রত্যাহারের সুযোগে সন্ত্রাসীরা পুনর্গঠিত হয়েছে। বর্তমানে ছয়টি সশস্ত্র সংগঠন সক্রিয়, যাদের আর্থিক জোগান আসে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে।
সম্প্রতি রাঙামাটির বন্দুকভাঙ্গায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক সন্ত্রাসী নিহত ও বিপুল অস্ত্র উদ্ধার হয়। অভিযানের পর সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্মীয় উপাসনালয় অবমাননার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এনজিও ও কথিত সুশীল ব্যক্তিদের মাধ্যমে এ প্রচারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ারও চেষ্টা চলছে।
গত ১৫ জানুয়ারি মিজোরামে ইউপিডিএফের জন্য পাঠানো বিপুল অস্ত্র জব্দ করে ভারতীয় পুলিশ। এতে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজারের বেশি গুলি ও ১৩টি ম্যাগাজিন ছিল। বিশ্লেষকরা বলছেন, সেনা সদস্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পাহাড়ে নিরাপত্তা জোরদার করা জরুরি, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
আসিফ