ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

খাগড়াছড়ি ডেভিল হান্ট অপারেশনে আরো ১৫ গ্রেফতার

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি 

প্রকাশিত: ১৩:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

খাগড়াছড়ি ডেভিল হান্ট অপারেশনে আরো ১৫ গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আরো ১৫ আওয়ামী লীগ অংগ-সংগঠনের চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। এ নিয়ে চার দিনে ৪৭ জন গ্রেফতার হলো। খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান. অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেক পোষ্ট। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।

তিনি জানান,খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, খাগড়াছড়ি পৌরসভা ০৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হান্নান, যুবলীগ নেতা হাবিবুর রহমান,আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াছ হোসেন, মোঃ তারা মিয়া,দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম,আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিকাশ সেন, ৩নং বোয়াখালী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান, মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ লাল মিয়া,ছাত্রলীগ নেতা মোঃ নুরুল ইসলাম বাবু,  ০৩নং পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন মেম্বার,পাতাছড়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক,মোঃ বেলাল হোসেন,মাটিরাঙা উপজেলার যুবলীগ নেতা শফিউল সরকার, মানিকছড়ি থানা যুবলীগের সহ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউপির আওয়ামী লীগের  সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল 

মুহাম্মদ ওমর ফারুক

×