ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

শিশু ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি।

প্রকাশিত: ২২:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শিশু ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

বুধবার (১২ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারায় বুধবার দুপুরে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকাবাসী হাতেনাতে ধরে আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে ধরে পুলিশে দিয়েছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম জানান, আবদুর রহিম ঐ শিশুকে টাকার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এ সময় এলাকার লোকজন ঘটনাটি টের পেয়ে রহিমকে হাতেনাতে ধর ফেলে। দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ আবদুর রহিমকে আটক করে মামলার প্রস্তুতি নিচ্ছে।ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

রিফাত

×