![কক্সবাজারে ফের বেড়েছে ইয়াবা কারবার কক্সবাজারে ফের বেড়েছে ইয়াবা কারবার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/nn-3-2502121539.jpg)
কক্সবাজারে ইয়াবা কারবার বেড়ে গেছে
কক্সবাজারে ইয়াবা কারবার বেড়ে গেছে। এবার মহিলাদের মাধ্যমে ইয়াবার চালান পাঠানো হচ্ছে চট্টগ্রাম ও রাজধানী ঢাকায়। মঙ্গল ও বুধবার দুইদিনে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ ৫ নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের সঙ্গে দুই দুগ্ধশিশুও রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, উখিয়ায় চেকপোস্ট বসিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে উপজেলার কোটবাজারে তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। আটক নুর বেগম টেকনাফের শাহ্পরীর দ্বীপে বসবাসরত রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেনের স্ত্রী। জুলেখা বেগম টেকনাফের পূর্ব সিকদারপাড়া এবং হামিদা বেগম টেকনাফের হ্নীলার ইসমাইলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, গত মাসখানেক ধরে উখিয়া টেকনাফে বেড়েছে ইয়াবার আগ্রাসন। মা ইয়াবা বহনকারী আর তার কোলের নিষ্পাপ শিশু মায়ের কলঙ্কের কারণে জেল হাজতে যাচ্ছে। শিশু দুগ্ধজাত হওয়ায় বিচারকও শিশুকে মায়ের সঙ্গে থাকার অনুমতি দিচ্ছেন।
পেটে ইয়াবাসহ দুই বোন আটক ॥ কক্সবাজার বিমানবন্দরে পেটে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের তথ্যমতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামী। আটক বোনদের পেটে দুই হাজার করে চার হাজার ইয়াবা রয়েছে। বুধবার বেলা ১১টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।
আটকরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার আকতার হোসেন, তার স্ত্রী উম্মে জামিলা ও শ্যালিকা উম্মে হাবিবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্স-রে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
৪০ হাজার পিস ইয়াবাসহ আলাউদ্দিন আটক ॥ টেকনাফ নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ উখিয়ার মোহাম্মদ আলা উদ্দীন নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ইয়াবা পাচারে জড়িত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
জানা গেছে, আটককৃত আলা উদ্দীন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজাঘোনা এলাকার আব্দুল খালেকের ছেলে। বুধবার দুপুর ৩টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক টিম তল্লাশি চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
দুই শিশুও কারাগারে ॥ মৃত রোহিঙ্গা মোহাম্মদ হোসেনের স্ত্রী আটক নুর বেগম, টেকনাফের শাহপরীর দ্বীপের জুলেখা বেগম ও হামিদা বেগমকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন। তাদের সঙ্গে থাকা শিশুদ্বয় দুগ্ধপোষ্য হওয়ায় মায়ের সঙ্গে তারাও গেছে কারাগারে। তারা বেড়ে উঠবে কারাগারের পরিবেশে।
অভিজ্ঞজনরা বলেন, কী অপরাধ ছিল এই ফুটফুটে সুন্দর শিশুদের? হায়রে ইয়াবা (টাকা) লোভী নারী। একজন মা হয়ে কীভাবে এই শিশুদের জীবনে কলঙ্কের দাগ লাগাতে পারল ধৃতরা। কেমন মা ওই ইয়াবা কারবারি নারীরা। ওই শিশুরা একদিন বড় হলে নিশ্চয় পাড়া-প্রতিবেশীরা তাদের এই কলঙ্কের কথা তাদের শোনাবে। ততক্ষণে তারাও ইয়াবা কি জিনিস তা জেনে যাবে।