ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল।

প্রকাশিত: ২১:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জুলাই-আগষ্ট হত্যাকান্ডের মামলায় টাঙ্গাইলের মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিহাব আলম খান সজীবকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১৪।

গ্রেপ্তারকৃত শিহাব আলম খান সজীব মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু’র ছেলে। সে  ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সদস্য ও মধুপুর উপজেলা  ছাত্র লীগের সাবেক নির্বাচন কমিশনার এর পদে ছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ মধুপুরের রক্তিপাড়া এলাকা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত আসামী সজীবকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়।  

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরানুল কবির দৈনিক জনকণ্ঠ কে  জানান, হত্যাচেষ্টা মামলাসহ অন্যান্য দ্রুত বিচার মামলায় গ্রেপ্তারকৃত আসমি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিহাব আলম খান সজীব কে বুধবার (১২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

রিফাত

×