ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ২০:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মাদারীপুরের ডাসার উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম বেপারী-(৪৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পাথুড়িয়ারপার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত সাইফুল ইসলাম উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলি গ্রামের সত্তার বেপারীর ছেলে। তবে পিএনপির একটি কার্যাকয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় তার নামে মামলা থাকায় সাইফুলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক।

ডাসার থানা পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার একটি বিএনপির অফিস কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েক জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় এক যুবদল নেতা। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করেন। 

 

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, বিএনপি'র অফিস কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

আফরোজা

×