ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

কালকিনিতে অবৈধ ইটভাটায় অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ২০:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কালকিনিতে অবৈধ ইটভাটায় অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ইট ভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের দিক নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ স্যারের দিক নির্দেশনায় অর্নিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিক্স  ফিল্ড, নিউ হাওলাদার ব্রিক্স, আড়িয়াল খা ব্রিক্স ও রুপসী বাংলা ব্রিক্সসহ মোট ৪টি ইট ভাটার অভিযান চালিয়ে বৈধ কাগজ না থাকায় তাদেরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে। 

আসিফ

×