ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ২০:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে গুরুতর আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং সিভিল সার্জন মাহমুদুল হাসান।

তারুণ্যের উৎসব উপলক্ষে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত জেলার ১০ জন ছাত্র-জনতার সদস্যকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে ফরিদপুর জেলায় ৭ জন শহীদ ও ১৪৭ জন আহতের তালিকা করা হয়েছে।

এম.কে.

×