ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

হাতিয়ায় তিন জেলেকে পিটিয়ে ডাকাত সাজানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ২০:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হাতিয়ায় তিন জেলেকে পিটিয়ে ডাকাত সাজানোর অভিযোগ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে তিন জেলেকে পিটিয়ে ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে কাদেরিয়া সুইচগেইট এলাকার সরকারি ব্যারাক হাউজে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন—ফখরউদ্দিন (২৮), শাহারাজ (২৭) ও কাউসার (২৭)।

স্থানীয়দের দাবি, বিএনপি নেতা হাসান মাঝিকে জেল থেকে বের হওয়ার পর দেখতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন তারা। তাদের গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয় এবং জোরপূর্বক ডাকাতির স্বীকারোক্তি আদায় করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে ভূয়া অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড মেলেনি। উদ্ধারকৃত অস্ত্র আসলে সমুদ্রযাত্রীদের ব্যবহৃত প্যারাস্যুট সিগনাল বাতি। তিনজনকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

আসিফ

×