ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সোনারগাঁয়ে মহাসড়কের পাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁও সংবাদদাতা, সোনারগাঁও নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে মহাসড়কের পাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবিঃ সংগৃহীত।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে থাকা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ।

বুধবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মঞ্জুরুল মোর্শেদ।

অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার মধ্যে ছিল ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান, কনফেকশনারি দোকান।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদের জমি দখল করে প্রভাবশালী শ্রেণির লোকজন দোকান নির্মাণ করে অবৈধভাবে ভাড়া তুলে আসছিল। ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হয়। এতে মহাসড়ক সংকোচিত হয়ে যানজটে পরিণত হয়। এ থেকে পরিত্রাণের জন্য অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।

মুহাম্মদ ওমর ফারুক

×