ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আয়ানাঘরের বন্দী ব্যারিস্টার আরমানের নামে গল্প! যা বললেন ফাহাম

প্রকাশিত: ১৯:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আয়ানাঘরের বন্দী ব্যারিস্টার আরমানের নামে গল্প! যা বললেন ফাহাম

ছবি: সংগৃহীত

একটি ছোট্ট ঘরে দীর্ঘ আট বছর বন্দী জীবন, পরিবার থেকে বিচ্ছিন্নতা, আর বাবাকে বিনা বিচারে হত্যার দুঃসহ স্মৃতি—এটাই ব্যারিস্টার আরমানের জীবনসংগ্রামের করুণ চিত্র। রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম তার সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাসে আরমান ও তার পরিবারের দুঃখজনক বাস্তবতা তুলে ধরেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ফাহাম লিখেছেন, “একবার ভাবুন, একজন মানুষকে বছরের পর বছর একটা ছোট্ট ঘরে বন্দী করে রাখা হয়েছে। তার স্ত্রী জানেন না, তিনি আদৌ বেঁচে আছেন কি না। আর তার ছোট্ট মেয়েরা বাবার স্নেহ ছাড়া বড় হচ্ছে। এই কষ্ট একজন মানুষকে কতটা ভেঙে দিতে পারে, তা কি আমরা কল্পনা করতে পারি?”

তিনি আরও বলেন, “জাতির ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই অমানবিকতার চিত্র তুলে ধরতে হবে। ‘আমি আরমান’ নামে একটি গল্প লেখা হোক, যা স্কুল পাঠ্যসূচির অংশ হবে, যেন নতুন প্রজন্ম আওয়ামী দমন-পীড়নের নির্মম বাস্তবতা সম্পর্কে জানতে পারে। প্রতিটি আয়নাঘরকে মিউজিয়ামে পরিণত করতে হবে, যাতে বাংলাদেশের প্রতিটি ছাত্রছাত্রী ইতিহাসের এই নির্মম সত্যের মুখোমুখি হতে পারে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফাহামের এই বক্তব্য কেবল একটি স্ট্যাটাস নয়, বরং এটি ন্যায়বিচারের জন্য একটি সোচ্চার দাবি। দেশের বিবেকবান মানুষ আজ প্রশ্ন তুলছেন—আরমান ও তার পরিবারের এই দুর্দশার শেষ কোথায়? যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত, তারা কি কখনো তাদের কৃতকর্মের শাস্তি পাবে?

 

আসিফ

×