![রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-12-at-53800-PM-2502121139.jpg)
ছবি: সংগৃহীত
রংপুরের মিঠাপুকুরে পিকনিকের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে আব্দুল্লাহ বিন রুহান (১২) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন।
বুধবার ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় উপজেলার শালটি গোপালপুরে রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান শালটি গোপালপুর ইউনিয়নের শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রুহান। তার মা ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আসিফ