![আয়নাঘরের দেয়ালে লেখা হয়েছিল স্বৈরাচার পতনের মহাকাব্য! বন্দীদের নিয়ে যা বললেন মেহেদী হাসানের আয়নাঘরের দেয়ালে লেখা হয়েছিল স্বৈরাচার পতনের মহাকাব্য! বন্দীদের নিয়ে যা বললেন মেহেদী হাসানের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-12-at-52330-PM-1-2502121132.jpg)
ছবি: সংগৃহীত
ধানমন্ডি ৩২-এ সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’। এক্টিভিস্ট ও সমালোচক মেহেদী হাসান তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, "আহ আয়নাঘর! তার দেয়ালে দেয়ালে লেখা হয়েছিল স্বৈরাচার পতনের মহাকাব্য।"
তার মতে, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পরিচিত ঘটনাটি মূলত ধানমন্ডি ৩২-এ তোহিদি জনতার মব জাস্টিসের প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা সামাজিক ও রাজনৈতিক পরিসরে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
প্রেক্ষাপট অনুসারে ‘আয়নাঘর’ প্রতিরোধ ও প্রতিবাদের প্রতীক, যেখানে অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নানা চিহ্ন বহন করেছিল দেয়ালগুলো।
অন্যদিকে আয়নাঘর-এর ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে এর অবস্থান নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
আসিফ