![কাফির সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার, কিন্ত তার ক্ষতি করা ফৌজদারি অপরাধ: রনি কাফির সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার, কিন্ত তার ক্ষতি করা ফৌজদারি অপরাধ: রনি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/RAIL-MINISTER-PHOTO-FILE_original_1665659411-2502121115.jpg)
ছবিঃ সংগৃহীত
সমালোচক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির লেখার সমালোচনা করতে পারেন। এইটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তাই বলে তার শারীরিক, আর্থিক ক্ষতি করা ফৌজদারি অপরাধ।
জুলাই অভ্যুত্থানে কাফি অন্যতম স্টেক হোল্ডার। যে বা যারা তার পরিবারের সাথে এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
রিফাত