ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগ, প্রাণে রক্ষা পেল পরিবার

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া,পটুয়াখালী

প্রকাশিত: ০৯:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগ, প্রাণে রক্ষা পেল পরিবার

জনকন্ঠ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুষ্কৃতকারীরা বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন ধরিয়ে দেয়।

আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘরের ভেতরে থাকা সদস্যরা বিপদ আঁচ করতে পারেন। একপর্যায়ে তারা ঘরের অপর একটি দরজা ভেঙে কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হন, ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। কাফির ভাই নুরুল্লাহ গণমাধ্যমকে জানান, এটি পরিকল্পিত নাশকতা বলে তাদের ধারণা।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কাফির টিনশেড ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশের একটি ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার ফাইটার তপু বিশ্বাস।

এ ঘটনায় কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার সময় নুরুজ্জামান কাফি বাড়িতে ছিলেন না, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হামলা দাবি করা হলেও এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

ইসরাত জাহান

×