ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

টিকটকে ঝড় তোলা সেই আ. লীগ নেত্রীর জামিন

প্রকাশিত: ০৭:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

টিকটকে ঝড় তোলা সেই আ. লীগ নেত্রীর জামিন

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে থানার সামনে টিকটক ভিডিও ধারণ করে ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগম জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাঁকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম আমলি আদালতের জিআরও মাছুদুর রহমান। 

শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

গত রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইগ্রাম থানা ফটকের সামনে দাঁড়িয়ে নাচ-গানসহ টিকটক ভিডিও ধারণ করেন শিউলী বেগম। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, “পুলিশের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি জানার পর তাঁকে আটক করা হয় এবং পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।”

আশিক

×