![বায়াত গ্রহণ করে ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা বায়াত গ্রহণ করে ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-97-2502111929.jpg)
সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই নেতা হঠাৎ করে দল পরিবর্তন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্ষিক মাহফিলে দলের আমির ও চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের হাতে হাত রেখে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন। গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া চরমোনাই পীরের কাছে আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করেছেন এবং ইসলামী আন্দোলনে যুক্ত হয়েছেন।
এ বিষয়ে নুরুল ইসলাম মিয়া নিজেও স্বীকার করে বলেন, “আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।” তবে হঠাৎ করে তার এই দলবদলের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, আদর্শগত কারণে তিনি ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছেন, আবার কেউ মনে করছেন, আওয়ামী লীগে সক্রিয় রাজনীতি করার সুযোগ কমে যাওয়ায় নতুন প্ল্যাটফর্ম খুঁজেছেন তিনি। দলবদলের ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণ কেমন হবে, তা নিয়েও গুঞ্জন চলছে।
সূত্র:https://tinyurl.com/bdecwhy7
আফরোজা