ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

হঠাৎ শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হঠাৎ শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাফি

সাতক্ষীরার শ্যামনগরে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে রাফি (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর প্রি-ক্যাডেট স্কুলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রাফি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়ে। সে খুলনার কয়রা উপজেলা সদরের আনিছুর রহমান ও সেলিনা আক্তার দম্পতির ছেলে।

জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আবদুল ওহাব গণমাধ্যমকে জানান, সকালে বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে কোচিংয়ে পড়ছিল রাফি। এ সময় সে মাথা ব্যথা করছে বলে জানায়। কিছুক্ষণ পর একবার বমি করে অচেতন হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকির হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রাফি নামে এক স্কুলছাত্রকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, হাসপাতাল থেকে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, শিশুর স্বজনরা আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

শহীদ

×