ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

কামড়িয়ে যুবকের কান ছিড়ে নিল আরেক যুবক!

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২৩:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

কামড়িয়ে যুবকের কান ছিড়ে নিল আরেক যুবক!

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দু'দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ছাত্রসহ দুই যুবক গুরুতর আহত হয়েছেন। প্রথমে হাসপাতালে বাইরে মারামারি হয় এবং পরে হাসপাতালে ঢুকে দুই পক্ষ আবারও মারামারি করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে প্রথম দফায় সংঘর্ষটি ঘটে। এতে কলেজ ছাত্র রিফাত হোসেনসহ দুইজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানে আবারও হামলা চালানো হয়। এতে এক পক্ষের লোকজন আহত মোহাম্মাদ ফকিরকে আরও গুরুতর আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের মোহাম্মাদ ফকির (২৪) তার তিন সহোদয়ের সঙ্গে জন্ম নিবন্ধন করার জন্য কাগজপত্র নিয়ে অটোভ্যানে গোপালপুর বোর্ড অফিসের সামনে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা কামারগ্রামের হানিফ রেজার ছেলে রিফাত হোসেন (২৫) ও তার সহপাঠীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় মোহাম্মাদ ফকির রিফাত হোসেনের কান কামড়িয়ে কিছু তুলে ফেলেন, পরে এ নিয়ে মারামারি হয়।

আহত রিফাত হোসেনকে সহপাঠীরা আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, এবং কিছুক্ষণ পর মোহাম্মাদ ফকিরও তার ভাইদের সঙ্গে হাসপাতালে আসলে রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালায়। এতে মোহাম্মাদ গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি শান্ত করে।

কর্তব্যরত চিকিৎসক উভয়কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর বিষয়টি আরও গুরুত্ব পায়।

ওসি হারুন অর রশিদ জানান, হাসপাতাল হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে, এখনও কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এম.কে.

×