ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভাটারায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরি শো-রুমে পথচারী নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভাটারায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরি শো-রুমে পথচারী নিহত

রাজধানীর ভাটারায় মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শো-রুমে ঢুকে পড়ে একটি তেলের লরি

রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরি গাড়ির শো-রুমে ঢুকে পড়ে। এতে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নতুন বাজার বারিধারা জে ব্লকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. হৃদয় জানান, দুপুর  ২টার দিকে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা ওই যুবককে ধাক্কা দিয়ে গাড়ির শো-রুমে ঢুকে পড়ে। এতে আহত অবস্থায় পথচারী ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয় উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম রিপন জানান, দুপুরে বাড্ডাগামী পদ্মা ওয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরোনো গাড়ির শো-রুমে ঢুকে যায়। ঘটনার পর পরই তেলের লরিটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

×