![ছাত্র নির্যাতনের ঘটনায় সাবেক বুয়েট ভিসিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা ছাত্র নির্যাতনের ঘটনায় সাবেক বুয়েট ভিসিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Satya-Prasad-Majumder-a0834a1a3b6006f3c6d95d5372acbfd3-1-2502111624.jpg)
বুয়েটের সাবেক উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ২০১৮ সালে ঘটে যাওয়া ছাত্র নির্যাতনের ঘটনায় সাবেক উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৪ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। গত রোববার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও নির্যাতনের শিকার ভুক্তভোগী আল আরাফাত হোসেন এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৪ জানুয়ারি বিকেলে বুয়েট ক্যাম্পাসের জিমনেসিয়ামের পেছনে আল আরাফাত হোসেনকে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে মারধর করা হয়। বুয়েট ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ২০-২৫ জন তাকে নির্মমভাবে প্রহার করেন, যার ফলে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে পুনরায় মারধর করা হয়। নির্যাতনকারীরা তাকে হুমকি দিয়ে বলেন, ‘আর সময় পাবি না, কালিমা পড়ে নে।’
এজাহারে আরও উল্লেখ করা হয়, রাজশাহী নিউ ডিগ্রি কলেজে আল আরাফাতের সহপাঠী হাসান সরোয়ার সৈকত লোহার স্ট্যাম্প দিয়ে তাকে আঘাত করেন এবং বলেন, ‘তুই শিবির করতি, তুই শিবিরের মেসে থাকতি।’
ঘটনার সময় ছাত্র কল্যাণ পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ড. সত্য প্রসাদ মজুমদার, যিনি পরবর্তীতে বুয়েটের উপাচার্য হন। এজাহারে উল্লেখ করা হয়েছে, মারধরের আগে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মেহেদী হাসান রাসেল তাকে জানান, ‘স্যার, এগুলো ছোটখাটো সমস্যা, আমরা মিটিয়ে নেব।’
অপর শিক্ষক হুমায়ুন কবীর তখন ড. সত্য প্রসাদ মজুমদারকে অনুরোধ করেছিলেন যেন তিনি আল আরাফাতকে তার সঙ্গে নিয়ে যান, কিন্তু তিনি তা শোনেননি এবং দ্রুত সেখান থেকে চলে যান। এরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা আল আরাফাত হোসেনের ওপর নির্যাতন চালান।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আল আরাফাত হোসেনের জুনিয়র, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থী আলি আম্মার মুয়াজ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬ ব্যাচের মুহাম্মাদ শামসুজ্জামান ছিলেন বলে জানা গেছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, বুয়েটে ছাত্র নির্যাতনের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।
রিফাত