ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২১:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহীতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর গ্রামে।

পুলিশ জানায়, সোমবার রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী তার স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে শাড়ি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে আমিনুল ইসলাম বাসায় ফেরেন এবং আলাদা ঘরে শুয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্ত্রী।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, পারিবারিক কারণে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমালিন্য চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সূত্রঃ https://samakal.com/whole-country/article/280277

আসিফ

×