ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুটপাট শেষে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুটপাট শেষে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক সৌদি প্রবাসীর বসতঘরে ভয়াবহ ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের মূল্যবান সামগ্রী লুট করার পর গভীর রাতে আগুন ধরিয়ে দেয় এবং ঘরের ভেতর থাকা পবিত্র কোরআন শরীফ পুকুরে ফেলে দেয়। ডাকাতির বিভিন্ন উপকরণ, যার মধ্যে একটি দেশীয় অস্ত্র (সাপল) ছিল, ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক তিনটার দিকে, রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনামিয়া হাজি বাড়িতে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সৌদি প্রবাসীর স্ত্রী ও শ্বশুর সেদিন লক্ষ্মীপুর শহরে আত্মীয়ের বাড়িতে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে হানা দেয় এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আনুমানিক ছয় লাখ টাকার ক্ষতি হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু ও হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীর ধারণা, প্রবাসীর পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

আসিফ

×