![সাবেক এমপি নিখিলের ঘনিষ্ঠ সহযোগী রিংকু গ্রেপ্তার সাবেক এমপি নিখিলের ঘনিষ্ঠ সহযোগী রিংকু গ্রেপ্তার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-11-at-85722-PM-1-2502111459.jpeg)
ছবিঃ সংগৃহীত
ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী রিপন আহম্মেদ রিংকুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রিংকু যুবলীগ নেতা নিখিলের একান্ত সহযোগী হিসেবে পরিচিত এবং মিরপুর এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক ও অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এছাড়া, আন্দোলন দমনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ হিসেবে সচিত্র ভিডিও ফুটেজও পাওয়া গেছে।
রিংকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিফাত