![অপারেশন ডেভিল হান্ট, হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২ অপারেশন ডেভিল হান্ট, হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/4-15-2502111159.jpg)
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন’সহ ১ রাউন্ড গুলি, ৩টি একনলা বন্দুক, ৮টি কার্তুজ, ২০টি ককটেল, ২টি ডেগার, ৩টি ক্রিজ ও ১টি তলোয়ার জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে হাতিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আফসার উদ্দিন আহমেদ।
তিনি জানান, গত ৮ফেব্রুয়ারি থেকে সারাদেশের মতো নোয়াখালীর হাতিয়ায় 'অপারেশন ডেভিল হান্ট' অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে চরকিং ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সোমবার দিবাগত রাত ১১টার দিকে যৌথ বাহিনীর দলটি চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ড কলেজ রোডের হাজী আব্দুল বাসার মার্কেট এলাকার কাউসার মিয়ার ব্রিকফিল্ডের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করতে থাকে।
কামান্ডার আরও জানান, সন্ত্রাসীদের ককটেল নিক্ষেপের ফলে আত্মরক্ষাথ্যে যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে ২৪রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে সন্ত্রাসীরা পিছু হাঁটতে শুরু করলে যৌথ বাহিনী তাদের ধাওয়া করে নবীর উদ্দিন ও ইমাম হোসেন নামের দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিগুলো জব্দ করে। তবে এসময় প্রায় ১০/১৫জন সন্ত্রাসী পালিয়ে যায়। আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। তারা গত ৬ ফেব্রুয়ারি হাতিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার সাথে জড়িত বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কিরন/সাজিদ