![গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-11-at-50724-PM-2502111123.jpg)
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক মন্দিরের রাধা কৃষ্ণ ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ১০ (ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় রাতইল ইউনিয়নের রাতইল পূর্ব পাড়া গ্রামের সুশান্ত কুমারশীলের পারিবারিক রাধা কৃষ্ণ মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
বাড়ির মালিক সুশান্ত কুমার শীল জানান, "গতকাল রাত ৯ টার সময় বাজার থেকে আসার পথে মূর্তিগুলো অক্ষত দেখে ঘুমাতে যাই। প্রতিদিনের মতো ভোর ৬ টার সময় প্রণাম করতে গিয়ে রাধা কৃষ্ণ, লক্ষ্মী, লোকনাথের মূর্তি ও পূজার জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখতে পাই। পার্শ্ববর্তী বাজারে গিয়ে সবাইকে জানালে তারাই কাশিয়ানী থানা পুলিশকে অবগত করে।"
মন্দিরের মূর্তি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের নেতৃত্বে সেনাবাহিনী একটি টহল দল। এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউদ্দিন খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি ও আমার এসপি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদি থানায় আসছেন, মামলার প্রস্তুতি চলছে।
আসিফ