ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দেওয়ার পর নেতা গ্রেফতার

প্রকাশিত: ১৪:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দেওয়ার পর নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

‘বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলু। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলার পলাতক আসামি ছিলেন কিশোরগঞ্জের হাওর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলু। 

দেশব্যাপী ডেভিল হান্ট অভিযানে সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’- লিখে ফেসবুকে পোস্ট করেন তিনি। 

জানা যায়, তিনি পুলিশকে বিভ্রান্ত করতে ফেসবুকে পোস্ট দিলেও আসলে বাড়িতেই আত্মগোপনে ছিলেন। 

জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। 
 

শিলা ইসলাম

×