![চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে আটক ৯ জন চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে আটক ৯ জন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/6-17-2502110827.jpg)
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টা পর্যন্ত জেলার পাঁচটি থানার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কনক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য সাঈদ আহম্মেদ উৎস (২৫)। আলমডাঙ্গা উপজেলার বারাদী গ্রামের মকবুল হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাসুজ্জামান (৪০)। জামজামি ইউনিয়নের মৃত বিশারত আলীর ছেলে ও ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি জামিরুল ইসলাম (৩৫)। ভাংবাড়ীয়া ইউনিয়নের ইখতার আলী মন্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম (৩৭)।
এছাড়াও রয়েছেন মুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হাসান আলী (৪৪)। জীবননগর উপজেলার নিধিকুন্ড গ্রামের ইয়াছিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া (৫০)। দর্শনা থানার কৃষ্ণপুর বোয়ালমারি পাড়ার মৃত জাফর আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক সালাউদ্দীন (৩৩)।কুন্দিপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে ও নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক জামাল উদ্দীন (৫৫)। ডিহিকৃষ্ণপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম (৪৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকসহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। জেলার পাঁচটি থানায় পৃথকভাবে এসব মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইসরাত জাহান