![একই রশিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি একই রশিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-41-2502110812.jpeg)
ছবি: প্রতীকি অর্থে ব্যবহৃত
আশুলিয়ায় মো: শাওন-হাফিজা নামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার জনৈক আফাজ উদ্দিনের ভাড়াবাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও তার স্ত্রী একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুই জনই পোশাক শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, প্রায় ৫ মাস আগে এই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় 'দি রোজ ড্রেসেস' লিমিটেড কারখানায় কাজ করতেন তারা। এদিন রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই দম্পতির ঝুলন্ত উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, তারা একই রশিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
জাফরান