![দৌলতপুরে পদ্মার চরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত দৌলতপুরে পদ্মার চরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/25-2502110558.jpg)
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে সন্ত্রাসীদের গুলিতে রাজু (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজুকে গুলি করে দূবৃত্তর্রা। গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
পদ্মার চরে অবৈধভাবে বালি উত্তোলন করা হলে সে বালির চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে রাজুর বিরুদ্ধে। অথবা রাতে আধাঁরে পদ্মার চর দিয়ে মাদক পাচার সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে এমন ধারণা পুলিশের।
যুবক হত্যার ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করা হয়েছে। মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সজিব