ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলা

প্রকাশিত: ১১:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। গেল ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহান উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী, একই ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি খোকন মিয়া, জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুল হাসান তেরা মিয়া, তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আকরামিন হোসেন ও ছাতকের ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম।

পুলিশের এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জাফরান

×