দেশব্যাপী "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আরও ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুরের আটটি থানা থেকে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, গাজীপুর জেলার ৫টি থানা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিনে গাজীপুরে এখন পর্যন্ত ২৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সজিব