ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বাগেরহাটে ডিপিএফ’র উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ০১:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বাগেরহাটে ডিপিএফ’র উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা

প্রতিবন্ধী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিবন্ধী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বাগেরহাট পৌর সভার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং রামপাল উপজেলার ফয়লার ফোকাস অটিজম স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। 

সোমবার বিকেলে ও দুপুরে পৃথক আয়োজনে এ ডিস্ট্রিক পলিসি ফোরাম’র উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় ডিস্ট্রিক পলিসি ফোরামের(ডিপিএফ) সভাপতি বাবুল সরদার, প্রেস ক্লাবের সভাপতি ও ডিপিএফ সদস্য মো: কামরুজ্জামান, ডিপিএফ সদস্য গোপী নাথ সাহা, তিথি দেবনাথ, সমাজ সেবক বেগম শরিফা হাকিম, খালেদুর রহমান বাদশা, মজনু পাটোয়ারী, সালাম হাওলাদার, মো: বাদশা, কিশোর কুন্ডু সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগীতা দেব নাথ ও হিমাংশু কুমার পাল, শিক্ষিকা সানজিদা খানম, পাভীন আক্তার, দ্বীপান্বিতা পাল, নবমিতা রায়-সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগীতায় কম্বল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপিএফ-এর সাধারণ সম্পাদক এম এ সালাম সেখ।

 

এ সময় বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাকেরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা জেলা প্রশাসন ও ডিপিএফ-কে ধন্যবাদ জানান। বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী রহিমার মা সায়রা বেগম বেগম বলেন, কম্বল পেয়ে ভালো লাগছে।’ কম্বল পেয়ে তাঁরা জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শহীদ

×