![রূপগঞ্জে খেলার মাঠ স্থায়ী করার দাবি রূপগঞ্জে খেলার মাঠ স্থায়ী করার দাবি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/nn-2-2502101914.jpg)
নারায়ণগঞ্জ রূপগঞ্জে জুটো ফাইবার সংলগ্ন খেলার মাঠ স্থায়ী করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
নারায়ণগঞ্জ রূপগঞ্জে জুটো ফাইবার সংলগ্ন খেলার মাঠ স্থায়ী করার দাবিতে ১১টি স্কুল ১৬টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার শীতলক্ষ্যা নদীর তীর সংলগ্ন তারক ও বাজার এলাকায় এ বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, তারাবো পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী শামীম মাহবুব, আসিফ ইকবাল, ফারুক আহমেদ জনি, আতিক চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, বাদল মাস্টার, আবু তাহের, মোজাম্মেল হক ফারহানসহ আরও অনেকে।