ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বিপাকে কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসক

জুলাই আন্দোলনকালে ফেসবুকে দেওয়া বিতর্কিত পোস্ট ভাইরাল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই আন্দোলনকালে ফেসবুকে দেওয়া বিতর্কিত পোস্ট ভাইরাল

উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে কলাপাড়া ৫০ শয্যার হাসপাতালে সদ্য যোগদান করেছেন চিকিৎসক জে এইচ খান লেলিন। হঠাৎ গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা ঘুরপাক খাচ্ছে তাকে নিয়ে। তার ফেসবুক আইডি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়া একটি পোস্টকে ঘিরে এই আলোচনা চলছে। দ্রুত বিষয়টি ভাইরাল হয়। যেখানে পোস্টিতে লেখা রয়েছে ' দে দে মরণ কামড় দে, দেরি করিস না। অস্তিত্বে বাংলাদেশ শেখ হাসিনা।' 

এই লেখার সাথে ডাক্তার জে এইচ খান লেলিনের ছবি যোগ করে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদোন্নতি বাতিলের দাবিও করা হয়েছে। কেউ আবার তার বিচার দাবি করেছেন।

তবে ডাক্তার জে এইচ খান লেলিন জানান, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। তখন হয়ত পরিকল্পিতভাবে এই পোস্ট করা হয়েছে। তিনিও বিষয়টি আজকেই দেখতে পেয়েছেন বলে জানান।

উল্লেখ্য, ডাক্তার জে এইচ খান লেলিন কলাপাড়ায় এক যুগেরও বেশি সময় কর্মরত রয়েছেন। সবশেষ তিনি কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অতিসম্প্রতি পদোন্নতি নিয়ে  কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে যোগদান করেন।


 

সজিব

×