![মাপে তেল কম দেওয়ার অপরাধে ফিলিং স্টেশন বন্ধ মাপে তেল কম দেওয়ার অপরাধে ফিলিং স্টেশন বন্ধ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1-2502101809.jpg)
মাপে কম দেওয়ার অভিযোগে ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার ইল্লা মা ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, ওইদিন বিকেলে বিএসটিআই’র কর্মকর্তারা অভিযান চালিয়ে পরিমাপে কম দেওয়ার সত্যতা পেয়ে মা ফিলিং স্টেশনটি বন্ধ করে দিয়েছেন।
ফিলিং স্টেশনটি খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আরজ আলী সর্দার পরিচালনা করে আসছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ওই ফিলিং স্টেশন থেকে পরিমাপে কম তেল সরবরাহ করার অভিযোগ পেয়ে বিভাগীয় উপ-পরিচালক আব্দুল হান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সজিব