ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভাঙ্গায় অধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

আবিদুর রহমান নিপু, ফরিদপুর।

প্রকাশিত: ২২:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ভাঙ্গায় অধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্ৰামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়িঘর ভাংচুর করার পাশাপাশি লুটপাট হয়েছে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তুজারপুর গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত জাহিদ ভুঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুদল গ্রামবাসীর  উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।     
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, তুজারপুর গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে ভূইয়া ও মাতুব্বর পক্ষের মধ্য দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। ভুঁইয়া পক্ষের নেতৃত্ব দেন লুৎফর ভুঁইয়া ও মাতুব্বর পক্ষের নেতৃত্ব দেন মওলাদাত মাতুব্বর। 

শনিবার রাতে ভুঁইয়া পক্ষের হান্নান ভূইয়ার ছেলে ইমন ভূইয়াকে ফোনে ডেকে নিয়ে মাতুব্বর পক্ষের কতিপয় কিশোর মিলে মারধর করে। আহত অবস্থায় ইমনকে হাসপাতালে ভর্তি করার পর থেকে এনিয়ে গ্রামে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে সোমবার দুপুরে মাতুব্বর পক্ষ ও ভুঁইয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা বাড়ি ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মোকছেদুর রহমান বলেন,  তুজারপুর গ্রামেট দুটি পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।

রিফাত

×