![মাগুরায় বইমেলা ও পিঠা উৎসব মাগুরায় বইমেলা ও পিঠা উৎসব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/24-2502101503.jpg)
সরকারি কলেজে দিনব্যাপী পিঠা ও বইমেলায় দর্শনার্থীদের ভিড়
সোমবার মাগুরায় দিনব্যাপী প্রাণের উৎসব বইমেলা ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বই ও পিঠাপ্রেমীদের পদচারণায় সরকারি কলেজ ময়দান এলাকা মুখরিত হয়ে ওঠে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ। মেলায় প্রায় ২০টি স্টল রয়েছে।