ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ডেভিল হান্ট: টঙ্গীতে ১৯ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর।।

প্রকাশিত: ২০:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্ট: টঙ্গীতে ১৯ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

গত দুদিনে টঙ্গী পূর্ব পশ্চিম থানা এলাকায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটককৃতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে অপ্রীতিকর ঘটনায় দায়ের করা মামলায় এদেরকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ সূত্রে এ সংবাদ জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জনকণ্ঠকে বলেন, গত দুদিন অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে যাদের আটক করা হয়েছে তারা সবাই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় চালান হবে।

উল্লেখ করা যেতে পারে গত শুক্রবার রাতে গাজীপুর সদর থানার ধীরাশ্রমস্হ দাক্ষিণখান গ্রামে শতাধিক ছাত্র-জনতা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালাতে যায়। এসময় মন্ত্রীর বাড়িতে ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে হামলায় ২০ ছাত্র-জনতা গুরুতর আহত হয়। এরা আশপাশ গ্রামের স্থানীয় বাসিন্দা। 

নূরুল/সজিব

×